আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে ইউপি সদস্যসহ তিন ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি সদস্যসহ আপন তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে দৃর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ জুন) রাত ৮ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে কামাল শেখ (৫৫), ইউপি সদস্য জামাল শেখ (৪২) ও বালু ব্যবসায়ী রঞ্জু শেখ (৩৮)।

আহতদের মধ্যে রঞ্জু শেখ ও জামাল শেখের অবস্থা আশংকাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৮টার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। তবে কি কারণে এ ধরণের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।