22.8 C
New York
July 15, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে উদ্দীপনের উদ্যোগে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্প

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে শীতার্ত ও দুঃস্থদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় উদ্দীপন গবাদি প্রাণী বিনিময় ব্যাংকের মাধ্যমে দুটি ছাগল ও সিজার অপারেশনে আর্থিক সহায়তা করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উদ্দীপন কাশিয়ানী শাখা চত্বরে শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্দীপনের কাশিয়ানী শাখা ব্যবস্থাপক মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপনের গোপালগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ ইমাম হোসাইন।