December 7, 2024, 2:05 am
/ Uncategorized

কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

নিহত সাইফুল শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোতালেব শেখের ছেলে।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইফুল শেখ নামে এক নির্মান শ্রমিক ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভার সংলগ্ন একটি কালভার্টে কাজ করছিলেন। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস প‌রিবহ‌নের একটি যাত্রীবাহী বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। ত‌বে ড্রাইভার পা‌লি‌য়ে গে‌ছে।



আমাদের ফেসবুক