আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে মুক্তিযুদ্ধের চেতনায় “মুক্তির উৎসব”

নিজস্ব প্রতিবেদক:- নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসব উদযাপন হয়েছে।

মঙ্গলবার (৯ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার তিলছড়া সৈয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় লিখিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ, উপস্থিত বক্তৃতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী ও বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ যাদুঘর প্রদর্শনের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

পরে প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়াদুনেচ্ছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ, সহকারী প্রোগ্রাম অফিসার শেখ আক্তারুজ্জামান, হাচিবুর রহমান খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।