Ajker Kashiani

কাশিয়ানীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

উপজেলা যুবদলের সভাপতি মুন্সী এনামুল হক শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিয়ার রহমান রনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সী আজিজুল হক নান্নু, ব্যারিস্টার সানজিদ আহমেদ কৌশিক, ছাত্রদলের সাবেক সভাপতি মো. বেল্লাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটো, সদস্য সচীব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, এমএ খালেক কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি সোহান সরদার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

গোপালগঞ্জে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

admin

কাশিয়ানীতে বিদেশি মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ

admin

কাশিয়ানীতে নসিমন চাপায় শিশু নিহত

admin