-2.4 C
New York
February 5, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পরশ উজির:- স্ত্রীর যৌতুক মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. মফিজ শেখ উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত করম আলী শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৩ সালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গোপালগঞ্জের বিজ্ঞ আদালত মফিজ শেখকে দু’বছরের কারাদণ্ডাদেশ দেন।

তিনি আরো জানান, রায় ঘোষণার সময় মফিজ শেখ আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে নয় বছর তিনি আত্মগোপনে ছিলেন। পরে উপজেলার শিবগাতি জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।