5.7 C
New York
January 13, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে সারের অপচয় রোধে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রাসায়নিক সারের অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সিসিবিএস প্রকল্পের ড. বেগম সামিয়া সুলতানা।

গোপালগঞ্জ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস,এম আশিক ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হালিম, চাপাইনবাবগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন উপ-সহকারি কর্মকর্তা সাজেদুল ইসলাম।