7.5 C
New York
March 9, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাঙচুর, লুটপাট

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট আস্তানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য নিয়ে বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার ও সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বতু গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার রাতে ইউপি সদস্য জাফরের সমর্থক আরিফ শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পূর্বের ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার ভোরে জাফর শিকদারের নেতৃত্বে তার লোকজন ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে বতু গ্রুপের সমর্থক মফিজ, কালু, ইউনুস, ফিরোজ, হান্নান, সামাদ, আহাদ, ফরহাদ, মাসুদ, সাকিব শেখ, ইকবাল, মনির, কামরুল, ফারুক শিকদারের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এসব ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, মালামাল, নগদ টাকা লুটপাট করে হামলাকারীরা। পরে খবর পেয়ে কাশিয়ানী ও মুকসুদপুর থানা পুলিশ, কাশিয়ানী সেনাবাহিনীর টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

আরো খবর

Apple MacBook Air Vs. Microsoft Surface Laptop

admin

Discussion: Millennials Aren’t All London Luvvies

admin

Banten’s Sawarna: A Hidden Paradise Facing The Indian Ocean

admin