28.2 C
New York
July 25, 2025
Ajker Kashiani

কাশিয়ানীর রাহুথড়ে নানা আয়োজনে শোক দিবস পালন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামবাসী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাহুথড় বাজারে ঠাকুর গোলদার সুপার মার্কেটে রাহুথড় গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু।

ভূমেশ মৌলিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোজ কান্তি বাইন, কাশিয়ানী এম এ খালেক কলেজের অধ্যাপক নিউটন ঘোষ, অচিন্ত বিশ্বাস, কমলেশ ঘোষ, দীনবন্ধু মন্ডল, হরিপদ বিশ্বাস, দয়াময় মৌলিক, বিপুল বিশ্বাস, প্রণব সরকার প্রমুখ।

এ সময় রাহুথড় গ্রামের নানা শ্রেণি-পেশার কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। পরে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।