December 5, 2024, 2:44 am

কাশিয়ানী ইউপি চেয়ারম্যান খোকন শিকদার গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

গ্রেফতারের বিষয়টি ‘আজকের কাশিয়ানী’কে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান।

ওসি জানান, ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকনকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা নিশ্চিত করেননি তিনি।



আমাদের ফেসবুক