আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে করোনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- কাশিয়ানীতে করোনা মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এবং জাইকার অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও সচেতন নাগরিকদের করোনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহফুজুর রহমান বুলু, ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, এনামুল হক মিরাজসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী।