আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় মাইক্রোবাস আরোহী আহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৪ মাইক্রোবাস আরোহী আহত হয়েছে। এরা সবাই ভারতীয় নাগরিক। তারা ফরিদপুরের আলফাডাঙ্গায় যাবার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে দূর্ঘটনার শিকার হন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসে যাবার পথে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

আহতরা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ি। তারা কীর্তন দলের সদস্য। ভারত থেকে তারা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীর্তন গান গাওয়ার জন্য যাচ্ছিল।পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এ দূর্ঘটনায় পড়ে।

আহতরা হলেন, ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগণা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তরাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার, উত্তর চব্বিশপরগণা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান জানিয়েছেন, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পালের বাড়ীতে গান করতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে।