আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে প্রতিপক্ষের মারধরে ভাবি-ননদে জামাই হাসপাতালে

কাশিয়ানী প্রতিনিধি:- পূর্বশত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে শিপন মোল্যা (২৮) ও রেশমা বেগম (৩০) নামে দুইজনকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকেরা।

সোমবার ভোরে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা সম্পর্কে ভাবি-ননদে জামাই।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত শিপন মোল্যার স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে সোমবার বিকালে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, পূর্বশত্রæতার জের ধরে সোমবার ভোরে প্রতিপক্ষ হবি মোল্যা, তারা মোল্যা, ঝানু মোল্যা, আহাদ আলী, টিটুল, মিজান, তানজিল, রব্বান, বিল্লাল, ফেলু ও ইব্রাহিমসহ ২০/৩০ জন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে শিপন মোল্যার বাড়িতে গিয়ে লোকজনকে মারধর করে। তারা বসতঘরের মালামাল ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এ সময় গুরুতর আহত বাদী হোসনেয়ারার স্বামী শিপন মোল্যা ও তার বড় ভাইয়ের স্ত্রী রেশমা বেগমকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’