Ajker Kashiani

কাশিয়ানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ২৮ হাজার টাকা জরিমানা

প্রসীদ কুমার:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ আগস্ট) উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুড, কনফেকশনারীসহ মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পঁচা বাসি খাবার রাখার অপরাধে ভিন্ন ভিন্ন আইনের আওতায় এ অর্থদন্ড প্রদান করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয় ও ফুটপাতে অবৈধ দখলে থাকা পণ্যসামগ্রী অপসারণ করা হয়।