আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে মাটি ও সার বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এস আর ডি আই অংগ) অর্থায়নে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে গোপালগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ করেন। এসময় তাদের মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস. এম. আশিক ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন (এস আর ডি আই অংগ) প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে ফসলি জমিতে মাটি পরীক্ষার নমুনা সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়।