আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে দুইদিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে কাশিয়ানী গিরিশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ ফিরোজ আলম, সদর ইউপি চেয়ারম্যান মোহম্মাদ আলী খোকন প্রমুখ।