আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে ১শ’টি গৃহ আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন

আজকের কাশিয়ানী ডেস্ক:-  গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪টি ইউনিয়নে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১শ’টি গৃহ আগামী ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করবেন।

ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে কাশিয়ানীতে সংবাদ সম্মেলনে-এ এসব তথ্য জানানো হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এতে সভাপতিত্ব করেন। সংবাদ সন্মেলনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব উপস্থিত ছিলেন।