7.5 C
New York
March 9, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি মো. মোরশেদুল ইসলাম, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু।

এসময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।