Ajker Kashiani

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে ২৫ জন।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্রদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এলাকাবাসী ও আহত‌দের সূ‌ত্রে জানাগে‌ছে, পার চন্দ্রদিঘলিয়া গ্রামের ওবায়দুর মেম্বারের সাথে একই গ্রামের সাবান মোল্যা ও রাজিবুল মোল্যার সাথে দীর্ঘদিন ধরে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি বাড়িঘর ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওবায়দুর মেম্বারের সমর্থক গুলিবিদ্ধ মাসুদ মোল্যা জানান, সংঘর্ষের সময় সাবান মোল্যার লোকজন বন্দুক দিয়ে ছড়া গুলি মারে। এতে আমাদের বেশ ক‌য়েকজন সমর্থক গুলিবিদ্ধ হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্রা ও মঞ্জুরুল আলম জানান, ধারনা করা হচ্ছে আহতরা অধিকাংশই বন্দুকের ছড়া গুলিতে আহত হয়েছে। সবাইকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।