Ajker Kashiani

বিজয় দিবস উপলক্ষে

গোপালগঞ্জে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:- মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশার রাজপাট ব্রাঞ্চের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার রাজপাট ব্রাঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশা গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার। এসময় রাটপাট ব্রাঞ্চের ম্যানেজার মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আবু তাহেরসহ আশার কর্মকর্তাগণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সারা দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে এলাকার তিন শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়। রোগীদের ডায়াবেটিক পরীক্ষা, কৃমিনাশক ঔষধ খাওয়ানো, সাধারন রোগীর চিকতসাসহ ব্যবস্থাপত্র দেয়া হয়।

রাটপাট ব্রাঞ্চের ম্যানেজার মো. আসাদুজ্জামান জানান, প্রতি বছর বিজয় দিবসে আশা সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারো তিন শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়।

গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার বলেন, আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি কায্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হ। তিনি এ সেবা চলমান রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

আরো খবর

ভাটিয়াপাড়া স্কুলের সভাপতি হলেন শেখ মাহাবুবুর রহমান

admin

কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে ডু’বে স্কুল ছাত্রের মৃ’ত্যু

admin

গোপালগঞ্জের দুই উপজেলায় বিজয়ী হলেন যারা

admin