Ajker Kashiani

ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করায় দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ জরিমানা প্রদান করেন।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত রতন কাজীর ছেলে শামীম কাজী ও গোপালগঞ্জ শহরের মাস্টারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল শিকদার।

ইউএনও মো. মেহেদী হাসান জানান, ওই দুই মাটি ব্যবসায়ী উপজেলার বরাশুর এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

কৃষি জমি রক্ষায় বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।