23.8 C
New York
July 26, 2025
Ajker Kashiani

ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আজকের কাশিয়ানী ডেস্ক:-  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এসময় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মো. ওসমান খান।

জানা যায়, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৫ জন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসাবে বিজয়ীরা হলেন- মো. ওবায়দুর রহমান ৩৩৫ ভোট পেয়ে প্রথম, মো. জাহিদুর রহমান ৩১৬ ভোট পেয়ে দ্বিতীয়, মো. আলমগীর হোসেন ২৭৫ ভোট পেয়ে তৃতীয়, মো. জাহিদ হাসান আরজিন ২৬৮ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত মহিলা সদস্য লিনা পারভীন এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি গোলাম রব্বানী ও পলাশ চন্দ্র মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।