Ajker Kashiani

আব্দুল ওয়াদুদ খান লেবন স্যারের মৃত্যুতে শোক র‍্যালি

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নায়েবুন্নেছা ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াদুদ খান লেবন (৮৫) স্যারের মৃত্যুতে শোক র‍্যালি করেছে স্কুলের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় স্কুলের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ ধারণ করে শোক র‍্যালিতে অংশ নেয়। র‍্যালি শেষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান রিপন, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ধক্যজনিত কারণে গত শনিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। রবিবারে জোহর বাদ কাশিয়ানী উপজেলার পিংগলিয়া মাদ্রাসা মাঠে নামাযে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।