Ajker Kashiani

আর্জেন্টিনার সমর্থকদের কাঁপন ধরাতে ব্রাজিল সমর্থদের শোডাউন 

আজকের কাশিয়ানী:- রাত পোহালেই কাতার বিশ্বকাপ, এরই মাঝে চলছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিশ্বকাপ উম্মাদনা। পিছিয়ে নেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকরা।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় আর্জেন্টিনার সমর্থকদের কাঁপন ধরাতে ব্রাজিল ফ্যান ক্লাব কাশিয়ানীর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি শোডাউন বের করা হয়।

এসময় ২৫০জন ব্রাজিল সমর্থকদের জার্সি উপহার দেন শেখ মো. শাকিল।

ব্রাজিলিয়ান সমর্থকরা দলের জার্সি, পতাকা, প্লে কার্ডসহ শতশত সমর্থক মোটরসাইকেল ও ট্রাক নিয়ে বিভিন্ন বয়সের লোকজন শোডাউনে অংশ নেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মধুমতি সেতু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এসময় ব্রাজিলিয়ান সমার্থকরা বাদ্যযন্ত্রের সাথে সাথে আনন্দ উল্লাস করতে থাকে।

শোডাউনটির সার্বিক সহযোগিতায় ছিলেন, জসীম উদ্দিন জনি, সাকির হাসান, রইস ইসলাম, ফয়সাল বিন ফিরোজ ও শাওন খান।