12.2 C
New York
May 25, 2025
Ajker Kashiani

এসি ঘুষ নেওয়া সেই ওসি শফিউদ্দিন ক্লোজড

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানের ঘুষ বানিজ্যের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে এক ইউপি সদস্যের কাছ থেকে ওসির ঘুষ হিসেবে এসি নেওয়ার একটি কল রেকর্ড ফাঁস হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু ছালেহ্ মো. আনসাঁর উদ্দিনকে প্রধান করা হয়। তাদের ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়াও এসি ঘুষ নেওয়ার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আরো খবর

The Art of Photography as Therapy for Your Clients

admin

Tex Perkins On How To Get Into Live Music & More

admin

Gadgets | Would You Strap On A VR Headset For Hours?

admin