March 12, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয়।

আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তুহিন কাজী ও খোকন সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ১৩ জুলাই সকালে তুহিন কাজীর লোকজন খোকন সিকদারের সমর্থক কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জাফর মেম্বারের ঘরবাড়ি ভাঙচুর করে।

এর জের ধরে আজ বেলা ১২ টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এসময় ৫টি ঘর ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারাত্মক আহত ৬ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

আরো খবর

What’s On The Horizon For Men’s Fashion This Fall

admin

অস্ত্রসহ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

admin

World’s Best Teens Compete in Microsoft Office World Championship

admin