Ajker Kashiani

কাশিয়ানীতে নির্মাণ-শিল্পীদের নিয়ে মীর সিমেন্টের মতবিনিময়  

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মীর সিমেন্ট কোম্পানির আয়োজনে নির্মাণ-শিল্পীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ভাটিয়াপাড়া তায়েবা রেস্টুরেন্টে মতবিনিময় সভায় শতাধিক নির্মাণ শ্রমিক অংশ নেয়।

কাশিয়ানীতে নির্মাণ-শিল্পীদের নিয়ে মীর সিমেন্টের মতবিনিময়  

নির্মাণ-শিল্পীদের নিয়ে আয়োজিত সভায় মীর সিমেন্টের খুলনা রিজিওনের ম্যানেজার খান মো. রফিক-উল মুহিত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আফ্রিকান হোসেন ও গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার আরজু আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে মীর সিমেন্টের গুণগতমান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভার আগে নির্মাণ-শিল্পীদের নিয়ে মধ্যাহ্নভোজ করা হয়, অনুষ্ঠান শেষে পুরস্কার দেওয়া হয়।