12.2 C
New York
May 25, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে ডু’বে স্কুল ছাত্রের মৃ’ত্যু

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে গোসল করতে গিয়ে আমির হামজা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রের মৃ’ত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামে এঘটনা ঘটে। মারা যাওয়া আমির হামজা ওই গ্রামের হেলাল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে মধুমতি বাঁওড়ে গোসল করতে যায় আমির হামজা। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বড় ভাই আমির হানজালা চিৎকার ও কান্নাকাটি করতে থাকে।

পরে স্থানীয়রা কয়েকজন মিলে নদীতে নেমে খোঁজা খুঁজি করে আমির হামজাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো খবর

The Classic ‘Jeans & A Nice Top’ Look Is Making A Comeback

admin

What’s On The Horizon For Men’s Fashion This Fall

admin

Microsoft’s Surface App Shows Accessory Battery Levels

admin