নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি স্বাস্থ্য কেন্দ্রে রাতেও জাতীয় পতাকা টাঙিয়ে রাখার অভিযোগ উঠেছে।
উপজেলার ফুকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ্য কেন্দ্রটিতে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।
তবে স্বাস্থ্য কেন্দ্রের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামচুন্নার (বদর) রাতেও পতাকা টাঙানো থাকে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসজুড়েই আমি জাতীয় পতাকা টাঙিয়ে রাখি। গত ১৬ ডিসেম্বর পতাকা টানিয়েছি। ডিসেম্বর মাসের শেষে নামাবো।’
জাতীয় পতাকা উত্তোলনের সরকারি বিধি অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। বিধান অমান্যকারীকে ২০১০ সালের প্রণীত আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমাণা বা এক বছরের কারাদন্ড কিংবা উভয়দন্ডের বিধান রয়েছে।
রাতের বেলায় জাতীয় পতাকা উড়া কর্তৃপক্ষের অজ্ঞতা ও অবহেলা দাবি করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
তারা জানান, বৃহস্পতিবার রাতেও স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। রাতে পতাকা উত্তোলন করা পতাকা অবমাননার শামিল। জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে তাদের আরও দায়িত্বশীল হতে হবে।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উড়ানোর নিয়ম রয়েছে। তবে রাতেও পতাকা উত্তোলনের বিষয়টি দুঃখজনক। বিষয়টি দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি।’