Ajker Kashiani

কাশিয়ানীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সাজাইল ইউনিয়নের সাজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রামের মৃত রহমান শেখের ছেলে ফিরোজ শেখ (৪০) ও তার স্ত্রী হামিদা বেগম (৩৫)।

কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা জানান, শনিবার বিকেলে উপজেলার সাজাইল বাজার এলাকায় তার নেতৃত্বে এএসআই ইকবাল হোসেন, এএসআই ফকির মিজানুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফিরোজ শেখ তার স্ত্রী হামিদা বেগমকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।