Ajker Kashiani

কাশিয়ানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কাশিয়ানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে একটি বাঁশ ঝাড়ের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানীর চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে বিবস্ত্র অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রবিউল শেখ কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।

নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাঘিয়া গ্রামের খালাতো ভাই কোবাদ শেখ ফোন করে রবিউল শেখকে ডেকে নিয়ে যায়। এরপর সে বাড়ী থেকে বের হলে রাতে ফিরে না আসলে বাড়ির লোকজন আর তাকে খুঁজে পায়নি।

পরে আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের জনৈক বলরাম বিশ্বাসের বাঁশ ঝাড়ের মধ্যে রবিউল শেখের মরদেহ পড়ে থাকতে দেখে এক কৃষক নিহতের বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে রবিউল শেখের মরদেহ শনাক্ত করে।

তবে এলাকাবাসী জানায়, বিগত ২০২০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হয়। এ ঘটনায় আপন খালাতো ভাই নিহত রবিউল শেখ ও তার ভাইদেরকে আসামী করা হয়। সে মামলা এখন আদালতে বিচারাধীন রয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেদ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।