Ajker Kashiani

কা‌শিয়ানী‌তে ট্রে‌নে কাটা প‌ড়ে যুবক নিহত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে ট্রে‌নে কাটা প‌ড়ে রিফাত শেখ (১৬) না‌মে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৯ টার দি‌কে কা‌শিয়ানী উপ‌জেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভা‌রের নি‌চে এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহত রিফাত শেখ কা‌শিয়ানী সদ‌রের পোনা কা‌দিরপাড়া গ্রা‌মের মুন্নু শে‌খের ছে‌লে। 

তি‌নি নির্মাণাধীন কালনা ব্রী‌জের এ্যাপ্রোস সড়‌ক নির্মাণ কা‌জের সি‌কিউ‌রি‌টি গার্ড হি‌সে‌বে নি‌য়ো‌জিত ছি‌লেন।

কা‌শিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রায়হান জা‌নি‌য়ে‌ছেন, রিফাত শেখ বাইসাই‌কেল নি‌য়ে কা‌জের সাই‌টে দা‌য়িত্ব পালন কর‌তে যা‌চ্ছি‌লেন। ভাটিয়াপাড়া ফ্লাইওভা‌রের নি‌চের রেললাইন পারাপা‌রের সময় রাজশাহী থে‌কে গোপালগঞ্জগামী টু‌ঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রে‌নে কাটা প‌ড়েন। ‌

তি‌নি অা‌রো জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। লাশ উদ্ধার ক‌রে রেলও‌য়ে পু‌লি‌শের কা‌ছে লাশ হস্তান্তর করা হ‌বে।