9.9 C
New York
March 11, 2025
Ajker Kashiani

গোপালগঞ্জে গা‌ছের সঙ্গে বা‌সের ধাক্কা; পু‌লিশসহ নিহত ৪

গোপালগঞ্জে গা‌ছের সঙ্গে বা‌সের ধাক্কা; পু‌লিশসহ নিহত ৪

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। তাদের মধ্যে সাতজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল আলীম নামে এক পুলিশ সদস্যের নাম-পরিচয় পাওয়া গেলেও অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্রগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।