7.5 C
New York
March 9, 2025
Ajker Kashiani

গোপালগঞ্জে ভুয়া ডাক্তার মাসুদ গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

গোপালগঞ্জে ভুয়া ডাক্তার মাসুদ গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তারের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান এ সাজা প্রদান করেন।

সহকরী কমিশনার (ভূমি) জানান, গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক গোলাম মাসুদ মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে ডাক্তারি সনদসহ অন্যান্য কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। এ অভিযান চলাকালে গোপালগঞ্জ বিএমএ-এর প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সঙ্গে ছিলেন।