Ajker Kashiani

গোপালগঞ্জে ভ্যানগাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জে ভ্যানগাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জ সদরে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির ধাক্কায় আহত মোটরসাইকেল চালক সানভির আলমের মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। একই দিন সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে সদর উপজেলার দত্তডাঙ্গায় ভ্যানগাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ সানভিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সানভির আলম গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের মঞ্জিল আলম শেখের ছেলে। মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের ডিএসও পদে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়দের বরাতে এসআই রাসেল আহমেদ জানান, সকালের দিকে মোটরসাইকেলে করে নিজ এলাকা মানিকদাহ থেকে অফিসের কাজে কোটালীপাড়া যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের দত্তডাঙ্গায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে সানভির আলম মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।