Ajker Kashiani

গোপালগঞ্জ সদরের ৬ ইউনিয়ন ও কোটালীপাড়া পৌরসভায় নির্বাচন চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ ও কোটালীপাড়া পৌরসভার নির্বাচন আজ সোমবার (২০ মার্চ) শুরু হয়েছে।

সদর উপজেলার লতিফপুর, দূর্গাপুর, হরিদাশপুর, রঘুনাথপুর, বোড়াশী ও গোবরা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে বিনাপ্রতিদ্বান্দ্বতায় মেয়র নির্বাচিত হওয়ায় সেখানে শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে এক নাগাড়ে বেলা সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে এবং পৌরসভায় ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে পুলিশ, র‍্যাব, বিজিবি টহল অব্যাহত রেখেছে।