Ajker Kashiani

জামালপুরে রিভলবারসহ গ্রেফতার ১

আজ সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া থেকে চায়না রিভলবার ও গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ইসলামপুর থানার ওসি মাজিদুর রহমান ও তদন্ত ওসি কবির হোসেনের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়ায় অভিযান চালায়।

অভিযানে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন নামে ১ যুবককে গ্রেফতার করে পুলিশ।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ইসলামপুর থানার এস.আই মাহমুদুল হক মোড়ল, এস.আই আলীম ও এ.এস.আই জুয়েল।

গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সে বর্তমানে ইসলামপুর পৌরসভার গাওকুড়া গ্রামে বসবাস করে।

ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।