October 22, 2025
Ajker Kashiani

নাশকতা মামলায় ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক হান্নান সরদার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হান্নান সরদারকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

“আজকের কাশিয়ানী”কে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

গ্রেফতার হান্নান সরদার কাশিয়ানী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বরাশুর গ্রামের মৃত হাতেম আলী সরদারের ছেলে।

কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সরদারকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে আদালতে নেওয়া হবে।

আরো খবর

Microsoft’s Surface App Shows Accessory Battery Levels

admin

এসি ঘুষ নেওয়া সেই ওসি শফিউদ্দিন ক্লোজড

admin

Why Bold Socks Are The ‘Gateway Drug’ To Better Men’s Fashion

admin