Ajker Kashiani

যৌন হররানির অভিযোগে বশেমুরবিপ্রবি শিক্ষককে সাময়িক অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি:- যৌন হয়রানির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সহকারী অধ্যাপক এইচএম আনিসুজ্জামানকে কৃষি বিভাগের সভাপতি পদ থেকে সাময়িক অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উক্ত বিভাগের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোজাহার আলীকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫ (৩) ধারা মোতাবেক কৃষি বিভাগের সভাপতির অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় ৷

এছাড়াও যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন জানান, “এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে ৷ তাদের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে৷”

উল্লেখ্য, কৃষি বিভাগের সাবেক সভাপতি এইচএম আনিসুজ্জামানের বিরুদ্ধে এক ছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ভাইরাল হয় । এরপরই ফোনালাপকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসসহ একাধিক অভিযোগ উঠে আসে। শিক্ষক হিসেবে ঐ বিভাগে যোগদানের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।