11.8 C
New York
March 12, 2025
Ajker Kashiani

সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরশ উজির:- জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে ৯৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মু. রাসেদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামান।

সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ওসি মো. জিল্লুর রহমান, সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আক্তার, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী মুন্সী, সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন ও মো. নজরুল ইসলাম মুন্সী উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলওয়ার আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য আলিম মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মো. বিল্লাল মুন্সী, মো. আরিফ হোসেনসহ শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বালন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।