7.5 C
New York
March 9, 2025
Ajker Kashiani

সেপ্টেম্বরে কালনা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরে কালনা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:- আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ফোর লেন সেতুর উদ্বোধন করা হবে। তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা আজ সরকারের সমালোচনা করছে, তারা একটা কাজ দেখাক যেটা জনগণের কোনো ধরনের দুর্ভোগ লাঘবে কাজে এসেছে। কোথাও তাদের দৃশ্যমান কোনো প্রকল্প নেই।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথমভাগের নির্মাণকাজ শেষ হতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে চার লেনকে ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।