সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এবার হজে গিয়ে এ নিয়ে ২২ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
রোববার (১৭ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মোছা. মমতাজ বেগম (৪৯)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।
এদিকে হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি।
এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত চারদিনে মোট ২৭টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১১টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে তিনটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।