Ajker Kashiani

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ

পরশ উজির:-  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শ’ বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত হোসেন মিয়া, আবুল কালাম সেলিম উজির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আমিন জুন্নু, মোল্লা আবুল বশার, মো. শহীদ তালুকদার, মুন্সি শাহাবুদ্দিন, মো. ওমর আলী চৌধুরী, নিরেন চন্দ্র বিশ্বাস, শাহ শওকত আলী ফকির প্রমুখ।