Ajker Kashiani

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের শোক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:- ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২১ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্যার নেতৃত্বে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জেলার ৫ উপজেলার ও বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা-কর্মিরা খন্ড খন্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে জ‌ড়ো হয়।

এ শোক র‌্যালি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় ও ৫ উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ প্রায় ৭ হাজার নেতাকর্মী অংশ নেন।