Uncategorized
কলেজে ভর্তি হয়ে বাড়ি ফেরা হলো না হামজার

কলেজে ভর্তি হয়ে বাড়ি ফেরা হলো না হামজার

কলেজে ভর্তি হয়ে বাড়ি ফেরা হলো না হামজার

প্রতিনিধি কাশিয়ানী:- কলেজে ভর্তি হয়ে বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে নছিমন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু হামজা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হামজা ফুকরা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। তিনি ডাচবাংলা ব্যাংক লিমিটেডের ঢাকার মতিঝিল শাখায় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম জানান, হামজা কাশিয়ানীর এম.এ খালেক কলেজে উন্মুক্ত শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে মোটরসাইকেলযোগে ফুকরা বাড়ির উদ্দেশ্যে ফিরতেছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু হামজা মারা যান।

তাৎক্ষনিক চালক ও নছিমন আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।


All rights reserved © 2021।। Ajker Kashiani