Uncategorized
কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত-২

কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত-২

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এতে নূর মোহাম্মদ (১৫) ও আহাদ মোল্যা (২৫) মারাত্মক আহত হয়েছেন।

কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডাক্তার ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ হোসেন উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ গ্রামের সাহেব আলির ছেলে।

আজ শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া-সাজাইল সড়কের সাজাইল ইউনিয়নের নাওরা ভাদুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডাক্তার ফারজানা জানান, নাওরা ভাদুলিয়া এলাকায় নসিমনে করে ইট-বালু মিক্সার মেশিন নিয়ে যাচ্ছিলেন এসময় ব্যাটারী চালিত একটি যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে নসিমনে থাকা আরিফ হোসেন, নূর মোহাম্মদ ও আহাদ মোল্যা মারাত্মক আহত হন।

পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


All rights reserved © 2021।। Ajker Kashiani