গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ঝিলু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৪০) এবং একই গ্রামের সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিমের বাবা সাকায়েত সিকদার, একই গ্রামের মুরছালিন, ইনামুল সিকদার, আজিজুল সিকদার, ওসমান মুন্সী এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রায়পাশা গ্রামের পলাশ শেখ।
এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকবাল সিকদার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুরছালিন ও ইনামুল সিকদার পলাতক।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে ওই আটজনের সঙ্গে মোসলেম সরদারের বিরোধ ছিল।
২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে মোসলেম সরদার পাশের পিঠাবাড়ি গ্রামে গান শুনতে যান। রাতে গান শুনে ফেরার পথে পিঠাবাড়ি বিলের মধ্যে একা পেয়ে ওই আটজন তাকে হত্যা করে মরদেহ বিলের মধ্যে লুকিয়ে রাখেন।
ওই বছরের ৩ ডিসেম্বর বিল থেকে পুলিশ মোসলেম সরদারের লাশ উদ্ধার করে। নিহতের ভাই মোহন সরদার বাদী ওই দিনই একটি হত্যা মামলা করেন (মামলা নং-১৯২/২০০৬)। পুলিশ তদন্ত শেষ ওই আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে এতে উল্লেখ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন কাজী মেজবাহ উদ্দীন খোকন।