Uncategorized
কাশিয়ানীতে গ্রাম পুলিশের প্রশিক্ষণ সমাপ্ত

কাশিয়ানীতে গ্রাম পুলিশের প্রশিক্ষণ সমাপ্ত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য তিন দিন ব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়। কোর্স সমন্বয়কারী ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মো. মামুন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন উপস্থিত ছিলেন।

উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ১২০ জন গ্রাম পুলিশ এ প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হয়।


All rights reserved © 2021।। Ajker Kashiani