Uncategorized
মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের এক নেতাকে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী (২৪) মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে। পুলিশ বৃহস্পতিবার রাতে নাঈমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

মামলার বিবরনে জানাযায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারী শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তরুনীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে ছাত্রলীগ নেতা নাঈম কাজীকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার ওসি তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে। পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল টেষ্টের জন্য গোপালগঞ্জে মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীর বিরুদ্ধে যদি ধর্ষণ এবং অপহরণের বিষয়টা প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে এবং দল থেকে তাকে বহিষ্কার করা হবে।


All rights reserved © 2021।। Ajker Kashiani