Uncategorized
কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় আফতাব মন্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ফুপাত ভাই জাহিদুল ইসলাম ঠান্ডু নামে একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এ ঘটনা ঘটে।

নিহত আফতাব মন্ডল পাবনা জেলার সুজানগর উপজেলার কামালপুর গ্রামের সাহেবালি মন্ডলের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই সোলাইমান জানান, আফতাব মন্ডল তার ফুপাত ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে তিলছড়া থেকে কাশিয়ানী সদরের দিকে যাচ্ছিলেন।

এসময় মোটরসাইকেলটি তিলছড়া বাজারের লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ফুপাত ভাই জাহিদুল ইসলাম ঠান্ডু নামে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরে ট্রাকটি আটক করা হয়েছে।


All rights reserved © 2021।। Ajker Kashiani